শনিবার, ২৯ মার্চ, ২০১৪

স্টোরি/Story

একজন বৃদ্ধা আর একজন মেয়ে একটা জনবহুল রাস্তা দিয়ে হেটে যাচ্ছিল । মেয়েটা অনেক সুন্দর ছিলো । রাস্তার অল্প বয়স্ক ছেলেরা মেয়েটির দিকে পলক না ফেলে তাকিয়ে ছিলো এবং বাজে ভালো সব ধরনের কমেন্ট করছিলো । আমি মনে মনে ভাবছি এই যে বৃদ্ধা আজ সময়ের সাথে সাথে তার রূপ সুন্দর্যের পরিবর্তন হয়েছে আরসে আগের মত নাই কিন্তু তার উর্তি বয়সে সে যখন রাস্তা দিয়ে যেত তখন হয়তো তাকে নিয়ে অল্প বয়সের ছেলেদের একটা কৌতহল ছিলো কিন্তু আজ তা শূন্য ।

রূপ কারও চিরও জীবন থাকে না তাই কেউ রূপ নিয়ে অহংকার করো না । অহংকার পতনের মূল । তুমিও একদিন বৃদ্ধ/বৃদ্ধা হবে তখন আর কেউ তোমাকে সেই আগের দৃষ্টিতে তাকাবে না । কেউ তোমার আগের সুন্দর্যের কথা বলবে না । আর মৃত্যুর পর সবাই মাটির সাথে মিশে একাকার হয়ে যাবো ।

যৌবন-ই ইবাদত এর শ্রেষ্ঠ সময়


  • লিখাঃ তাসফিক সিয়াম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন