শনিবার, ২৯ মার্চ, ২০১৪

স্বাধীনতার কবিতা/ Shadhinotar kobita

স্বাধীনতার কবিতা



আমার সোনার বাংলা,
আমি তোমায় কেমনে ভালবাসি?

তোমায় নিয়ে চলছে আজ
শয়তানদের অট্টহাসি।

তোমায় নিয়ে চলছে আজ
তামাশা আর নাটক,
তোমার বুকেই দাপিয়ে চলে,
আমার ভাইয়ের ঘাতক।

তোমার জন্য জীবন বাজী,
রেখেছিল যারা,
তারাই আজ নির্যাতিত,
অন্ন-বস্ত্র ছাড়া।

যারা তোমায় লেঠে-পুটে,
শুষে নিল সব,
তারাই আজ মুক্তিযুদ্ধা,
তারাই দেশের সব।

দেশের যত বুদ্ধিজীবী,
জ্ঞানী-গুণী আর,
সবাই আজ ক্ষমতার পাগল,
খুনী হাসিনার ভাঁড়।

দিল্লী তোমার রাজধানী আজ,
তুমি ভারতের অংশ,
ভেবেছ কি এমন করেই,
হবে তুমি ধ্বংস?

যাদের আমরা সুশীল বলি,
তারাই যত নষ্ট।
কি করে বুঝাই মাগো,
এ নিদারুন কষ্ট?


1 টি মন্তব্য: