শনিবার, ২৯ মার্চ, ২০১৪

কিসে হয় মর্যাদা/Maksud

কিসে হয় মর্যাদা..?
দামী কাপড়,গাড়ি,ঘোড়া না
ঠাকুর দাদার কালের উপাধিতে?
না_মর্যাদা এইসব জিনিসে নাই।
!
আমি দেখতে চাই তোমার ভিতর
তোমার বাহির,তোমার অন্তর...
আমি জানতে চাই তুমি চরিত্র
বান কিনা..?
তুমি সত্যের উপাসক কিনা..?
তোমার মাথা দিয়ে কুসুম গন্ধ
বেরোয় কিনা..?
তোমায় দেখলে দাসদাসী দৌড়ে
আসে,প্রজারা তোমায় দেখলে
সন্ত্রস্ত হয়...
তুমি মানুষের ঘাড়ে চড়ে হাওয়া
খাও,মানুষকে দিয়ে জুতা
খোলাও...তুমি দিনের আলোতে
মানুষের টাকা আত্মসাত কর!!
---
বাপ_মা শ্বশুর_শাশুড়ি তোমায়
আদর করেন;আমিই তোমায়
অবজ্ঞা বলবো, যাও....
ধনের মানুষ কখনও বড় নয়
মনের মানুষই বড়...!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন