সোমবার, ৩১ মার্চ, ২০১৪

চেতনা থাকলেই কি আর দেশ প্রেমিক হইয়া যায় রে পাগলা/Abul Mal

চেতনা থাকলেই কি আর দেশ প্রেমিক হইয়া যায় রে পাগলা?
 হু?
নিজেদের মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল ঘোষনা করলেই কি দেশ প্রেমিক হওয়া যায়?
এক বুক চেতনা লইয়া পদ্মা ব্রীজ খাইবা,এক বুক চেতনা লইয়া শেয়ার বাজার খাইবা,এক বুক চেতনা লইয়া সোনালী ব্যাংক খাইবা,এক বুক চেতনা লইয়া তুমি ৫৭ জন সুর্য সন্তান খাইবা,এক বুক চেতনা লইয়া তুমি সুন্দর বন খাইবা।
এতো কিছু খাওয়ার পরও তুমি দেশ প্রেমিক,বাকি সব ছোলা বুট।

তুমি শাহবাগে বিরিয়ানি খাবা,মানব পতাকার গিনেজ রেকর্ড করবা,জাতীয় সংগীতের জিনেজ রেকর্ড করবা,আর এতেই তুমি দেশ প্রেমিক হইয়া গেলা,তাই না?

তুমি চেতনাধারী লোক তাই তোমার শহীদ মিনার ভাঙ্গা জায়েজ আছে। তোমার চেতনা আছে তাই তুমি মন্দির ভাংতে পার,তোমার চেতনা আছে তাই তোমার হিন্দু মেয়ে ধর্ষন করার অধিকার আছে।

দেশ নিয়া ভাবার অধিকার আছে কেবলই তোমার তাই তো তুমি দাদাগো করিডোর দিচ্ছ,দেশ তোমার, তাই তোমার গুন-গান গাওয়া মিডিয়া রাখছ ।দেশ তোমার, তাই কেবল তোমার দলের ভোটাধিকার রক্ষা করছ,কে নির্বাচনে আসল বা আসল না তা দেখার সময় নাই।

মুক্তিযোদ্ধা রিকশা চালায় তোমার সাহায্য করার টাকা নাই,সাভারে ২০০ টাকার অক্সিজেন লাগে তোমার কাছে টাকা নাই। কিন্তু তোমার তো চেতনা আছে,তাই ভিক্ষা কইরাও তুমি জাতীয় সংগীত গাওয়ার গিনেজ রেকর্ড কর,কারন বিশ্ব কে দেখাতে হবে তোমার চেতনা আছে।




লিখাঃ Abul Mal


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন